আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান-সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপির রোডম্যাপ শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনে তালা ও কলারোয়ায় বিজয় অর্জন করবো—এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সকল ভোটারকে একত্রিত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হিসেবে ১৪ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছেন । পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে, তবে কাউকে অকারণে বাদ দেওয়া যাবে না।
শনিবার (৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম গাজী এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মাষ্টার মোসলেম মালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাষ্টার শাহাদাত হোসেন, আছির উদ্দীন গাজী, আব্দুর হান্নান গাজী, শহিদুল্লাহ গাজী, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা ও নুরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের শেষে উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































