চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটিতে শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকায় ফুটপাতের অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় শহরের চিরিঙ্গা সোসাইটি এলাকার অন্তত শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করে।
অভিযানের সময় চকরিয়া থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা হায়দার আলী, মোঃ নাজিম উদ্দীন, বিভিন্ন কর্মকর্তা, স্যানেটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ চিরিঙ্গা সোসাইটি এলাকার ফুটপাত দখল করে কতিপয় লোকজন ভাসমান দোকান বসিয়ে অবৈধভাবে বাণিজ্য চালাচ্ছে। এ অবস্থায় শহরে যানজট লেগে রয়েছে।
তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অন্তত শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পৌরশহরের যানজট নিরসনে ভাসমান দোকান না বসাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। ##













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































