# Tags

খাগড়াছড়িতে বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত অবমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত অবমুক্ত করার লক্ষ্যে বাজারের দক্ষিণ মাথা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকেলে অরুণিমা কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে চিরাই কাঠ, আবাসিক হোটেল, গ্রীলওয়ার্কশপ ও মেহেদীবাগ সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।

এতে বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ আবুল হাশেম মজুদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, চেম্বার অব কমার্সের পরিচালক বাহাদুরুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ন কবির, দপ্তর সম্পাদক রফিক সিদ্দিকী।

মতবিনিময় সভায় বক্তারা পর্যটন নগরী খাগড়াছড়ি পৌর শহরকে ফুটপাত দখলমুক্ত করে কিভাবে সুন্দর একটি নগরী হিসেবে পরিণত করা যায় সেই লক্ষ্যে প্রত্যেক ব্যবসায়ীকে নিজনিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আর যদি কোনো ব্যবসায়ী দোকানদার ফুটপাত দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে তাহলে পৌর প্রশাসন, বাজার ব্যবসায়ী সমিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে বাধ্য থাকবে। যাতে পর্যটন নগরী পৌর শহর খাগড়াছড়ি একটি সুন্দর মসৃণ ফুটপাত দখলমুক্ত পর্যটকদের কাছে আকর্ষণীয় শহর হিসেবে পরিচিত পাই।