# Tags

ভালুকায় চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের তিনজনকে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৩নং ওয়ার্ড  খুজিবাড়ী এলাকায় মাহাবুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে নাকে-মুখে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল সেট ও কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, পুরো বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে ঘরে রাখা প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে যায় চোরেরা। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী পরিবারের সাথে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি

চকরিয়ায়  খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার