যাত্রীবাহি বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শাকিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসার বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































