# Tags

দিনাজপুরে স্কুলে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঘোড়াবান্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের নামে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এক লিখিত

অভিযোগে জানান, ১৯৯৮ সালে তিনি ৪৫ শতক জমি বিদ্যালয়ের নামে দান করেন এবং ৫ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় করেন। শুরুতে আলোচনার মাধ্যমে মাহবুবুর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়। কিন্তু পরবর্তীতে তিনি শিক্ষক নিয়োগের নামে টাকা নেওয়া শুরু করেন এবং এমপিওভুক্তির পর চার জন কর্মচারীর নিয়োগে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম।
অভিযোগে আরও বলা হয়, ০৬ জুলাই ২০২২ সালে বিদ্যালয় এমপিওভুক্ত হলে শিক্ষক তালিকায় ভুয়া নাম সংযোজন করে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারে প্রেরণ করা হয়। এতে সহকারী শিক্ষক আমিনুল ইসলামের নাম বাদ পড়ে যায়। তার স্ত্রী কহিনুর রেবাকে হাজিরা খাতায় সই করতে না দিয়ে সাদা কাগজে সই করানো হয় এবং তার কাগজপত্র শিক্ষা অফিসে পাঠানো হয়নি।
স্থানীয়রা জানান, নিয়োগপ্রাপ্ত রেজোয়ান রহমান, মিজানুর রহমান ও কাঞ্চন রানি রায় কখনো স্কুলে উপস্থিত হন না। শুধুমাত্র রাতের অন্ধকারে হাজিরা খাতায় সই করে থাকেন।
এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীকৃষ্ণ বর্মনের বিরুদ্ধে জুলাই যোদ্ধা হত্যা মামলার অভিযোগ রয়েছে। তিনি বীরগঞ্জে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের সহযোগিতায় তিনি স্কুলে না আসলেও হাজিরা খাতায় সই করে নিয়মিত বেতন-ভাতা তুলছেন।
প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শ্রীকৃষ্ণ বর্মনের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি স্বীকার করেছেন।
এ ঘটনায় আমিনুল ইসলাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে দিনাজপুর আদালতে মামলা (মামলা নং-২২৮) দায়ের করেছেন। এছাড়াও তিনি জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দিনাজপুরে স্কুলে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ

ভালুকায় চেতনানাশক ছিটিয়ে দুর্ধর্ষ চুরি

দিনাজপুরে স্কুলে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা