অজ্ঞান পার্টির খপ্পরে কুলিয়ারচরের ডা. মুস্তাফিজুর রহমানের বাবা, মৃত্যুরহস্য ঘিরে এলাকাবাসি বিস্মিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রামের বাসিন্দা ঢাকা মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডা. মো. মুস্তাফিজুর রহমান (রনি) এর পিতা ভৈরব নিউ লাইফ মেডিকেল সেন্টার এর পরিচালক আলহাজ্ব মো. মহরম আলী ভূইয়া (৭০) ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ভৈরব থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যুবরণ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের চাচাত ভাই আল মামুন ভূঁইয়া জানান, বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ভৈরব থেকে কুলিয়ারচর ফেরার সময় মহরম আলীকে চেতনানাশক স্প্রে করে মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় অজ্ঞান অবস্থায় নিজ বাড়ির বাসস্ট্যান্ড দ্বাড়িয়াকান্দি পৌঁছানোর পর তিনি সন্দেহভাজন এক অজ্ঞান পার্টির সদস্যকে নিজেই ধরে নিয়ে বাস থেকে নামেন এবং স্থানীয়দের জানান, তাকে কিছু স্প্রে করা হয়েছে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ভৈরব থেকে অজ্ঞান পার্টির সদস্যরা তার পিছু নিয়েছিল।
স্থানীয়রা আটক ব্যক্তিকে শনাক্ত করেন রুবেল হিসেবে, যার বাড়ি ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায়। তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। মহরম আলীকে তাদের গড়া ভৈরব নিউ লাইফ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে বাস থেকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
নিহতের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার এবং এক ছেলের স্ত্রীও ডাক্তার। তার আকস্মিক মৃত্যুতে পরিবার হতবিহ্বল এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৪আগস্ট) বাদ জোহর কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার সোয়া ২টার দিকে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফূয়াদ রুহানী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কুলিয়ারচর থানা থেকে আমাকে অবগত করা হয়েছে। আটককৃত রুবেলের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুর আড়াইটার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রুবেল নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে মহরম আলী নামে এক ব্যাক্তি চেতনানাশক প্রয়োগের কারণে মারা গেছেন কিনা বা অন্য কোনো কারণে মারা গেছেন-তা জানা যায়নি। মরহুমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। তাই মরহুমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি, মৃত্যুর সঠিক কারনও জানা যায়নি। শুনেছি আজ (১৪ আগস্ট) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়েছে। ৫৪ ধারায় রুবেলকে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহরম আলীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল ও সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন সহ ডক্টরস্ ক্লাব অব ভৈরব ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব এর পক্ষ থেকে পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































