খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস , খাগড়াছড়ি প্রতিনিধি।। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে খাগড়াছড়িতে দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে খাগড়াছড়ি শ্রী শ্রী কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শেষ করে এবং তার পরবর্তীতে বেলা ৪টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে একটি বর্নাঢ্য রথযাত্রা বের হয়ে খাগড়াছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে লক্ষ্মী-নারায়ণ মন্দিরে এসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ করে। এই শোভাযাত্রায় হাজারেরও সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের মনে করেন, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর কৃষ্ণ, বলরাম ও শুভদ্রা’কে রথের উপর প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।
এবং আগামী ৫ জুলাই ২০২৫৭ইং উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।