# Tags

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-পালিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে সপ্তাহব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপনে উৎসববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

এলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপনে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। বর্ণাঢ্য র‌্যালিতে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবির কর্মকর্তা সদস্যগণ অংশগ্রহণ করেন।

একই সময় ও তারিখে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় তেলকুপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে গত মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির ব্যবস্থাপনায় পরিচালিত বিজিবি সীমান্ত পাবলিক স্কুল, অডিটোরিয়ামে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের উপস্থিতিতে সভা আয়োজন করা হয়। এছাড়াও ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে কর্মরত বিজিবি সদস্যদের উপস্থিতিতে প্রেষণামূলক সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার (২২ জুন ২০২৫) হতে শুক্রবার (২৭ জুন ২০২৫) পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা ও চরধরমপুর বিওপির গুরুত্বপূর্ণ স্থানসমূহে কোম্পানী/বিওপি কমান্ডার কর্তৃক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ও মাদক বিরোধী লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক এ সভাগুলির আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের সচেতনতামূলক জনসভার আয়োজনে পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি প্রেসরিলিজে উল্লেখ করেন।