এপ্রিল ৬, ২০২৫
# Tags

নাইক্ষংছড়িতে নবাগত ওসির দায়িত্ব গ্রহণ

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি-বান্দরবানের নাইক্ষংছড়ি থানা’র নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো: মাসরুরুল হক।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি যোগদান করেন।
এরআগে গত বুধবার পুলিশ সুপার সৈকত শাহিনের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।একই দিনে নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল মান্নানকে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যলয়ে বদলি করা হয়েছে।
এদিকে এ প্রতিবেদক এর সাথে আলাপকালে নবাগত ওসি মাসরুরু হক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।