এপ্রিল ৫, ২০২৫
# Tags

শ্রীমঙ্গলে ৪ চোরাই গরুসহ ২ গরুচোর গ্রেফতার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-শ্রীমঙ্গলে এক কৃষকের চুরি যাওয়া ৪টি গরু উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ এবং এ সময় দুই গরু চোরকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার সাইটোলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার বাড়ি থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীররাতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নোয়াগাঁও গ্রামের কাদির মিয়া ও তাজুদ মিয়াকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৪টি গরু উদ্ধার করে।

বুধবার যথযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।