# Tags

চোর সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে সাগর মোল্লা (২৫) নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গৃহকর্তা আসিফ খানকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০/৫০ জনকে আসামি করা হয়েছে। নিহতের পিতা সিরাজ মোল্লা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল হাওলাদার জানান, গত ১৪ই এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ও মামলার বাদি সিরাজ মোল্লার ছেলে সাগর মোল্লাকে চোর সন্দেহে ধরে নিয়ে যায় আসামীরা। এসময় একই ইউনিয়নের পাশর্^বর্তী সালতা গ্রামে নিয়ে সাগর মোল্লাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরের দিন সকালে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে মারা যায় সাগর। তিনি আরও জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।