চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক ও ছাত্রদের মহাসড়ক অবরোধ

চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি.-চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকসমাজ।
৬ এপ্রিল সকাল ১০টা হতে এ অবস্থান কর্মসূচি চলছে। মহাসড়ক অবরোধের ফলে তিব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুরপাল্লার পর্যটকবাহী গাড়ীর যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। এসময় মহাসড়কে ২ঘন্টা ধরে সব যানবাহন বন্ধ ও কক্সবাজার-চট্টগ্রাম সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।
নাম প্রকাশের না করা শর্তে এক শিক্ষক জানান, বিভিন্ন অনিয়ম দূর্ণীতি, শিক্ষকদের সাথে অসদাচরণ এর অভিযোগ এনে এ কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যক্ষের পদত্যাগ ব্যাথিত তারা তাদের কর্মসূচি বন্ধ করবেনা বলেও পরিষ্কার জানিয়ে দেয় শিক্ষার্থীরা।
এদিকে ঘটনা স্থলে এসে উপস্থিত হয়েছে চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
ছাত্র প্রতিনিধি ফাহিম জানান, চকরিয়া সরকারি কলেজের “অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান শিক্ষার্থীও অভিভাবকদের সাথে অশালীন ও বৈষম্যমূলক আচরণ,পুনঃ নির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি, হুমকি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
চকরিয়া সরকারি কলেজের “অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান কাছে তার অনিয়ম ও দূর্নীতি বিষয়ে জানতে তার মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।