কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপটনের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি-দক্ষিন-পশ্চিমালের কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজীসহ নানা অপরাধের মামলার আসামি জাহাঙ্গীর কবির লিপটন কে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তার তিন সহযোগিকে আটক করে কুষ্টিয়া সেনাবাহিনী।
পরবর্তীতে ইবি থানার অফিসার ইনচার্জ লিপটনকে ৪ নং আসামী বানিয়ে জেল হাজতে প্রেরন করেন। যে কারনে ভ’ক্তভোগী বাসিন্দাদের মনে ক্ষোভ জন্ম নেয়। যার ফল শ্রুতিতে ১৫ তারিখ রবিবার দুপরে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানোরে লিপ্টনের ফঁসির দাবিতে কুষ্টিয়া ডিসি অফিসের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য গত ৬ জুন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামে সন্ত্রাসী লিপ্টনের নিজ বাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একটি টিম দীর্ঘ ৮ ঘন্টার শাষরুদ্ধ কর অভিজান চালিয়ে মোঃ আজিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির লিপটন, রফিকুল ইসলাম এন্টুর ছেলে রাকিব, জহির ইসলামের ছেলে লিটন আব্দুল মজিদের ছেলে সনেট হাসানকে বিপুল পরিমান অস্ত্র সহ আটক করেন। মানববন্ধনে বক্তরা বলেন, ‘শীর্ষ চরমপন্থি’ জাহাঙ্গীর কবির লিপটন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফের সঙ্গে এবং আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে সে নিজেকে মূর্তিমান আতঙ্ক হিসেবে সকল অপকর্ম চালিয়ে যায়। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে ৫ আগস্টের পর লিপটন গা-ঢাকা দেয়।
কিছুদিন আড়ালে থাকলেও সে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের আত্মীয় পরিচয়ে আবারও এলাকায় ফিরে নানা অপকর্মে লিপ্ত হয়। লিপটন গ্রেপ্তার হওয়ার পর সাজা থেকে মুক্তি পেতে তার ভাই ণৌ পরিবহন মন্ত্রনায়য়ের উপ-সচিব আলমগীর কবির ওরফে বাইরন ও জাকির হোসেন সরকার প্রশাসনকে ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে উল্খে করেন। এর ফলে ইতোমধ্যেই পুলিশের এজাহারে তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া লিপটনের সেকেন্ড ইন কমান্ড আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মামুন ওরফে ছোট চোর জেল থেকে এবং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এলাকা থেকে চিহ্নিত দুস্কৃতিকারীদের সঙ্গে নিয়ে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও তারা জানান।
চিহ্নিত সন্ত্রাসীদের এসব বাড়াবাড়িতে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা রাস্তায় নেমে শান্তিপূর্ণ মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিচার নিশ্চিত না হলে এখানে বৃহৎ আন্দোলন গড়ে উঠতে পারে পারে বলে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































