ভালুকায় দুই বাসের মখোমুখি সংঘর্ষে দুই হেলপার নিহত, আহত ১৫
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় দু’টি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই হেলপার মোঃ শরীফ হোসেন (২১) ও নিরব মিয়া (১৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উল্টো দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস নেত্রকোনাগামী আয়ান রায়ান পরিবহনের অপর একটি যাত্রীবাহি বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্যামলী বাংলা পরিবহনের হেলপার হালুয়াঘাট উপজেলার কড়ইকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে মোঃ শরীফ হোসেন ও আয়ান রিয়ান বাসের হেলপার ময়মনসিংহ সদরের পাটগোদাম এলাকার আমিনুল ইসলামের ছেলে নিরব মিয়া নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, মহাসড়কের ঢাকা লেনের ভরাডোবা এলাকায় সংস্কারের কাজ চলায় ওই লেনে যানজটের সৃষ্টি হওয়ায় ভরাডোবার ইউটার্ণ থেকে অনেক সময় ঢাকাগামী গাড়িগুলো উল্টো পথে আসে। উল্টো পথে শ্যামলী বাংলা পরিবহনের বাসটি আসায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































