খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) পদযাত্রা ও সমাবেশ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “দেশ গড়তে জুলাই পদযাত্রা”– এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো কেন্দ্রীয় পর্যায়ের পদযাত্রা ও জনসমাবেশ করেছে।সোমবার (২১ জুলাই) দুপর ১২টায় কেন্দ্রীয় শীর্ষ নেতারা খাগড়াছড়ি পৌর শহরে পৌঁছে।
পরে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ পদযাত্রা ও সমাবেশে কর্মসূচিতে অংশ নিতে এনসিপি’র দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মনজিলা ঝুমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম
সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন
পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসাইন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, এনসিপি’র যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ হারিচুর রহমান (রনি) সহ স্থানীয় নেতৃবৃন্দরা অংশ নেয়।
( বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আনদোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি আজকে এক বছর হতে চলছে। জুলাই আন্দোলন মানে একটা দলের পতন ঘটানো নয়, জুলাই আনদোলন ছিল নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিষ্ফোরণ ও আকাঙকার প্রতিচ্ছবি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি খাগড়াছড়ি সহ তিন পার্বত্য চট্টগ্রামে একটি শক্তিশালী ঘাটি হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































