দৌলতপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ রা সেপ্টেম্বর বিকেল ৪ টাই উপজেলা বি,এনপির উদ্দোগে আল্লার দর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়াম থেকে একটি বর্নাঢ্য র্্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন শেষে নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি শামীম রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি গণমানুষের দল। এ দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আগামী ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন ঘোষণা আর এই নির্বাচনকে নিয়ে একটি মৌলবাদ দল ও একটি নতুন রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। আপনারা সবাই একত্রিত হয়ে এই সব ষড়যন্ত্রের মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
বাচ্চু মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। এই দল গঠন করার পর থেকে মানবকল্যানে সফলতার সাথে কাজ করে আসছে। বিএনপির সফলতার গল্প সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে নেতা কর্মীদের আহবান জানান।
তিনি আরও বলেন, একটি মৌলবাদী সংগঠন মসজিদের মধ্যে রাজনৈতিক মিটিং, আলাচনা সভা করছে। মসজিদ হলো আল্লাহ’র ঘর। আপনারা কেউ মসজিদে রাজনৈতিক আলোচনা করতে দিবেন না। ফ্যাসিস্টের দোষর কিছু হাইব্রিড নেতা ও জামাতের সাথে যাচ্ছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































