পাঁচবিবিতে নারী ফোরাম সংগঠনের আত্মপ্রকাশ

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : ০১ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন নারী ফোরাম সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার দুপুরে বালিঘাটা ইউনিয়ন পরিষদ হলরুমে লাইট হাউজ কনসোর্টিয়াম নাগরিকতা প্রকল্পের আওতায় সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাঁচবিবির এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে বালিঘাটা ইউনিয়ন নারী ফোরাম সংগঠনটি গঠন করা হয়।
এসডিএসের সহকারি পরিচালক মোছাঃ আঞ্জুমান আফরোজের সভাপতিত্বে কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বালিঘাটা ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত বিচারকি আদালতের চেয়ারম্যান মোঃ মামুনুর সরকার রাশেদুল। এসময় উপস্থিত ছিলেন এসডিএসের প্রকল্প কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ হুমায়ন কবির রুবেল, হিজড়া জয়া, মাহী মন্ডল, প্রতিবন্ধী, কিশোর কিশোরী উদ্যোক্তা ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি সহ অনেকেই।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোছাঃ মেরিনা পারভীনকে আহবায়ক, রিনা রানীকে যুগ্ন- আহবায়ক ও মোছাঃ ফারহানা বেগমকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট বালিঘাটা ইউনিয়ন নারী ফোরাম গঠন করা হয়।