রাঙামাটিতে ট্রাক টার্মিনালের জায়গা উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটির একমাত্র ট্রাক টার্মিনালের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক মালিক-শ্রমিকরা। বুধবার দুপুরে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনালে আন্দোলনকারি শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাস্তায় এলোপাতারি ট্রাক রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে বুলডোজার এনে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
পরবর্তীতে আন্দোলনকারিতের সাথে আলোচনা করে টার্মিনালের আরো অন্যান্য দোকানপাঠ ও অব্যবহৃত স্থাপনা আগামী ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য সময় বেধে দেয় পৌর কর্তৃপক্ষ। পরবর্তীতে কোতয়ালী থানার ওসি ও পৌরসভা কর্তৃপক্ষের অনুরোধে বিক্ষোভকারি শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
এসময় শ্রমিক ইউনিয়নের নেতা সিরাজ বলেন, বিগত ২০০৮ সাল থেকে স্বৈরাচারের আমলে নিয়মবর্হিভূতভাবে রাঙামাটির ট্রাক টার্মিনালে অবৈধপন্থায় ২০ থেকে ৩০টি দোকান তুলে টার্মিনালে ট্রাক রাখার জায়গা সংকুচিত করে দেওয়া হয়েছে। যার কারনে আমাদের ড্রাইভাররা টার্মিনালের জায়গা নাপেয়ে রাস্তার উপর ট্রাক রাখতে বাধ্য হচ্ছে।
এমতাবস্থায় আমাদের টার্মিনাল আমাদের চালক-শ্রমিকদের জন্য খালি করে দেওয়া হোক। তাহলে টার্মিনালে গাড়ি রাখলে সড়ক প্রসস্থ থাকবে এবং অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।
এদিকে, টার্মিনালে দোকান ভাড়া নেওয়া কয়েকজন উচ্ছেদ অভিযানের সময় সাংবাদিকদের বলেন, আমরা কাগজপত্রের মাধ্যমে এসব দোকান ভাড়া নিয়েছি; আমাদেরকে কোনো নোটিশ প্রদান না করেই উচ্ছেদ করতে এসেছে পৌরসভা কর্তৃপক্ষ।
অপরদিকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দোকানদারকে বিগত ১৫দিন ধরেই সরিয়ে নিতে বলা হলেও তারা তাদের জিনিসপত্র সরায়নি। এছাড়াও অধিকাংশের কাগজপত্রের কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে পৌরসভার প্রতিনিধি।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































