ভোলাহাটে ঐতিহ্যবাহী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহ্যবাহী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫-এর ফাইনাল খেলাটি দীনমোহাম্মাদ উচ্চ বিদ্যালয় (বিজিবি ক্যাম্প সংলগ্ন) মাঠে মঙ্গলবার (১০ জুন ) বেলা ৩টায় অনুষ্ঠিত হয়।
পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ আয়োজিত ফাইনাল খেলায় দু’টি দল অংশগ্রহণ করে। দলদুটির মধ্যে খড়কপুর যুব সংঘ ফুটবল দল বনাম বালিয়াদিঘি যুব সংঘ ফুটবল দল। খেলার প্রারম্ভে প্রধান অতিথি ফুটবল নিয়ে খেলার সূচনা করেন।
চূড়ান্ত পর্যায়ের খেলাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। তিনি ও তার সাথে থাকা অনুষ্ঠানের বিশেষ এবং সম্মানিত অতিথিদের নিয়ে খেলার আগে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ মাসুম ও একই উপজেলার বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ শরীফুজ্জামান, সহঃ অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, নাচোল উপজেলার পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব প্রভাষক মোঃ দুরুল হুদা, সহঃ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শরিফুল ইসলাম ফিটু ও গোগস্তাপুর উপজেলার রাধানগর ডিগ্রী কলেজের সহঃ অধ্যাপক মোঃ সারোয়ার হোসেন। এছাড়াও ফুটবল খেলাপ্রেমী উৎসুক হাজার হাজার সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামিরুল ইসলাম গাজীর সার্বিক নির্দেশনায় চূড়ান্ত পর্যায়ের খেলায় হাজার হাজার জনতার ঢলে খেলার মাঠ কানায় কানায় টইটুম্বুর হয়ে উঠে। খেলাপ্রেমী উৎসুক সাধারণ মানুষ আবালবৃদ্ধবণিতা তাদের প্রিয় ফুটবল খেলাটি প্রাণভরে উপভোগ করেন।
চূড়ান্ত পর্যায়ের খেলার টানটান উত্তেজনার মধ্যদিয়ে খেলায় কোন গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে খড়কপুর যুব সংঘ ফুটবল দল বালিয়াদিঘি যুব সংঘ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়।
উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবহনকারী পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদ ২০২৫ এর সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মেধাশক্তি দিয়ে যুগযুগ ধরে বাৎসরিক ফুটবল খেলার আয়োজন করে থাকে বলে জানান আয়োজক কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতার মাঠে ভিন্ন ধরণের দৃশ্য প্রত্যক্ষ করা হয়। তা হলো এ খেলায় ধারা ভাস্বকার হিসেবে ছিলেন, একজন অন্ধ ভাস্বকর মোঃ রবিউল ইসলাম পলাশ ও সাথে সহযোগিতা করেন সাংবাদিক মোঃ সেলিম রেজা মুক্তা ও মোঃ মিজানুর রহমান।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































