# Tags

সারিয়াকান্দিতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করলেন অধ‍্যাপক ডাঃ শাহজাহান আলী

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জেলা বিএনপি নেতা ও বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মনোনয়ন প্রত‍্যাশী অধ‍্যাপক ডাঃ মোঃ শাহ শাহজাহান আলী।

আজ সোমবার দিনব‍্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কড়িতলা বাজার, চন্দনবাইশা-রোহদৌহ এবং জোড়গাছা বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।গণসংযোগকালে তিনি বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলেই সকল স্তরের জনগণের ভাগ‍্য উন্নয়নের পরিবর্তন হবে। আর পরিবর্তন বাস্তবায়নের জন‍্যে দরকার বিএনপি অধীনস্থ সরকার।”

তিনি আরও বলেছেন, বিগত ১৭ বছর ফ‍্যাসিস্ট সরকারের আমলে তিনি বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছেন। আহত ও নির্যাতিত নেতাকর্মীদের চিকিৎসার জন‍্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের হাইকমান্ড এ আসনে তাকে ধানের শীষের প্রার্থী মোননীত করলে তিনি আশাবাদী এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হবেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।