রাঙামাটিতে মারমা তরুনী ধর্ষণ মামলার মূল আসামী ছাত্রলীগ নেতা গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটির কাউখালীতে মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূল আসামী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে চট্টগ্রামের চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বিনা ভোটে নির্বাচিত মেম্বার আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে।
এরআগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুনী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি।
আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন।
এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে। ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছিলো।
ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলো এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূত্র জানায়, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ প্রতিবেদককে জানান, এই ঘটনাটি জানার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয় বিষয়টি সার্বক্ষনিক তদারকিতে রেখেছেন। অবশেষে প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে কদমরসূল এলাকা থেকে গ্রেফতার করে কাউখালীর পথে রওয়ানা দিয়েছে সংশ্লিষ্ট্যরা।