# Tags

খাগড়াছড়িতে মাহাঃ সাংগ্রেং দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলার শুভ উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি- খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী যুব সংঘের আয়োজনে মারমাদের ঐতিহ্যবাহী মাহাঃ সাংগ্রেং উপলক্ষ্যে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরস্থ বটতলী এলাকায় ঐতিহ্যবাহী মহিলা বলী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উঃ অংচিংনু মারমা।

উদ্বোধনী মহিলা বলি খেলায় অনু মারমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আক্রা মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে গোলাবাড়ী যুব সংঘের সভাপতি উ: মংখই মারমা সভাপতিত্বে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক চরাসাই মারমা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি ক্যরী মারমা, বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লাপ্রুচাই মারমা’র, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হলাপ্রু মারমা উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা বলেন, মানব সেবার লক্ষ্যে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। স্বাধীন সার্বভোমুক্ত এদেশে প্রত্যেক জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি রক্ষায় যুব সমাজ’দের এগিয়ে আসতে আহবান জানান তিনি।

বলী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি তৈলাক্ত বাঁশে উঠা,দড়ি টানা, হাড়ি ভাঙ্গা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদযাপন কর্তৃপক্ষ জানায়, আগামীকাল ২৪ এপ্রিল পুরুষ বলী খেলা, লটারী ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান।