খাগড়াছড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও উদযাপন নিশ্চিত করতে মন্দির পরিদর্শন করলেন ৩২ বিজিবি
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খাগড়াছড়ি বিজিবি। শুক্রবার সকালে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শ্রী শ্রী রামকৃঞ্চ মন্দির পূজা মন্ডপ এর দুর্গা পূজার প্রস্তুতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন , আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ২২টি পূজা মন্ডপ গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খাগড়াছড়ি ৩২ বিজিবি। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দূর্গা উৎসব উদযাপন করতে পারেন সেদিকে বিজিবি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যাতে পূজা চলাকালীন সময়ে মন্ডপগুলোতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এবং আগাম পুজার সার্বিক নিরাপত্তায় দায়িত্বপূ্র্ণ এলাকা গুলোতে পূজা মন্ডপসমূহে ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম চলছে।
পরিদর্শনে তিনি আশা ব্যক্ত করেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ উৎসবে পরিনত হবে।
শেষে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এসময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তা সহ পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































