# Tags

কটিয়াদির মন্ডলভোগে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

আব্দুর রউফ ভুঁইয়া, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মন্ডলভোগ এলাকায় এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. ফরিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ মিয়া চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ রেলওয়ে ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ সৌদি আরবে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সিতে টাকা জমা দিয়ে প্রয়োজনীয় সব কাজ শেষ করেছিলেন। ভিসা পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ ট্র্যাজেডিতে শেষ হয়ে গেল তার বিদেশযাত্রার স্বপ্ন।

দুর্ঘটনাস্থল থেকে মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে মাদক সেবনের পর অসাবধানতার কারণেই তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এলাকাবাসীর দাবি, নির্জন ওই স্থানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে থাকে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি বাহা উদ্দিন ফারুকী সংবাদ মাধ্যম কে জানান ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।