ফেইসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি
আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ফেইসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির এক নেতা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু এ হুঁশিয়ারি দেন। তার ওই বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে ইটনা ও অষ্টগ্রামে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দিতে গিয়ে মজনু বলেন— “আমাদেরকে এ পর্যন্ত যা করেছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দেবেন। আগে হাত, পরে সালিশ।”
এ বিষয়ে জানতে মিজানুর রহমান মজনুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
ভিডিওটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লিখেছেন— “ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া বলেছেন, ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে, তারপর কথা। এখনও ক্ষমতায় আসেনি, তাতেই এই অবস্থা! এরা ক্ষমতায় এলে মানুষের কী অবস্থা করতে পারে, চিন্তা করুন।”
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেন— “যেমন নেতা, তেমন কর্মী! ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































