# Tags

দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার (২৬ আগস্ট) নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে এশিয়া এনার্জির কয়লাখনি প্রকল্পবিরোধী আন্দোলনে তৎকালীন বিডিআরের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সকালে ফুলবাড়ী উপজেলা শাখা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, সম্মিলিত পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে শোক র‍্যালি বের করে। পরে ছোট যমুনা নদীর পূর্ব প্রান্তে নির্মিত আসাত শহীদ বেদীতে শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয় শহীদদের আত্মার মাগফিরাত কামনায়।

দুপুরে শহীদ স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত কয়লাখনি বিরোধী শোক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, বাসদের সাইফুল ইসলাম পল্টু, সিপিবির জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা ২০০৬ সালের ছয়দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন, এশিয়া এনার্জির কার্যক্রম বন্ধ এবং আন্দোলনকারীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ১৯ বছর পার হলেও মূল দাবি বাস্তবায়িত হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সেনা টহলও পরিচালিত হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে কয়লাখনি প্রকল্পবিরোধী আন্দোলনে তিনজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। পরবর্তীতে আন্দোলনের চাপে সরকার ৩০ আগস্ট ‘ফুলবাড়ী চুক্তি’ স্বাক্ষর করলেও আজও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে বক্তারা অভিযোগ করেন।