জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবীতে লামায় বিক্ষোভ
বেলাল আহমদ,লামা-বান্দরবান-বান্দরবানের লামা উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো: জাবেদ রেজা’কে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়ার দাবীতে শান্তিপূর্ন পথসভায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে।
বান্দরবান ৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবীতে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাহাড়ি বাঙালি সাধারণ মানুষজন। রবিবার (২৩ নভেম্বার) সকালে লামা বাজারে বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।লামা পৌর বাসটার্মিনাল থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে মিলিত হয়। কর্মসূচিতে লামা উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার পাহাড়ি বাঙালি তৃনমুলের কয়েকহাজার মানুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে অংশ নেয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড.জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্র নেতা মো.শাহীন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা সহ প্রমুখ।
এদিকে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যে বক্তারা বলেন, এ জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হবার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যায়নি। দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজা’কে ধানের শীষের মনোনয়ন দেবার দাবীতে আমরা আজ পাহাড়ি বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি।পার্বত্য জেলায় ধনী-গরীব এবং ধর্ম বর্ণ সকলের গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপি হাই কমান্ডের কাছে প্রার্থী পরিবর্তন করে তরুন প্রজন্মের অসাম্প্রদায়িক নেতা জাবেদ ভাইকে মনোনয়ন দেবার আহব্বান জানান নেতাকর্মীরা।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































