# Tags

কুলিয়ারচর উপজেলার তিন ইউনিয়নে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর, ছয়সূতী ও উছমানপুর ইউনিয়নে পৃথক ভাবে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এসব স্লোগানকে সামনে রেখে ১৮ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় আনন্দ বাজারে মাদক বিরোধী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট এস.এম মাজহারুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি এস আই সুজন বিশ্বাস।

এসময় ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জসীম উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, ইউপি সদস্য মো.শামসু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. সবুজ মিয়া ও মো. আজিজুল ইসলাম সহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে দুপুর ১টার দিকে ছয়সূতী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মাদক বিরোধী সেমিনারে ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রথম সেমিনারে অংশগ্রহণকারী প্রধান অতিথি, বিশেষ অতিথি, সঞ্চালক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্লাহ খান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম ও মো. সবুজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এরপর বিকাল ৪টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় কাশ্মিরী আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত মাদক বিরোধী সেমিনারে উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়ার সভাপতিত্বে প্রথম সেমিনারে অংশগ্রহণকারী প্রধান অতিথি, বিশেষ অতিথি, সঞ্চালক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার, মো. সবুজ মিয়া, উছমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।