কিশোরগঞ্জের যশোদল (গোসাইবাজার) সংঘর্ষ: ব্যবসায়ীদের ধাওয়া, বাড়িঘরে অগ্নিসংযোগ, আহত-১৫
আব্দুর রউফ ভুইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। আর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে যশোদল বাজারে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যশোদল বাজারের শতশত ব্যবসায়ী ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের ছেলে পায়েল আহমেদ সম্প্রতি ভুবিরচর এলাকায় মোটরবাইক নিয়ে বেপরোয়া চলাচল করলে স্থানীয় মসজিদের মোযাজ্জেন তাকে বাধা দেন। এ সময় উত্তেজিত হয়ে মোযাজ্জেনের ওপর হাত তোলেন পায়েল। পরে স্থানীয়রা মিলে তার মোটরসাইকেলটি আটক করে। বিষয়টি মীমাংসার জন্য বাজার কমিটি কয়েক দফা চেষ্টা করলেও সমাধান হয়নি। পরে শুক্রবার মোযাজ্জেনের ভাইয়ের ফার্মেসিতে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে বাজারে হামলা চালায় পায়েল ও তার সহযোগীরা।
এ সময় বাজার কমিটির লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ হামলায় ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































