# Tags

বেতাগীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:কৃষিই সমৃদ্ধি বরগুনার বেতাগীতে ‘পার্টনার স্কুল ফিল্ড কংগ্রেস ২০২৫ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দক্ষ কৃষক, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ খামারবাড়ি’ এর উপ-পরিচালক মি. রথীন্দ্র নাথ বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।
এছাড়া এসময় বক্তিতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মো: ইকবাল মিয়া, কৃষি অফিসের সাবেক কর্মকর্তা আছাদুল ইসলাম চিনু, সংবাদিক সাইদুল ইসলাম মন্টু (প্রতিদিনের বাংলাদেশ), কামাল হোসেন খান (দৈনক নয়া দিগন্ত), মিজানুর রহমান ডব্লিউ (আমার দেশ) প্রতিনিধি, স্বপন কুমার ঢালী (কালের কন্ঠ) প্রতিনিধি ,
বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার।
দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।