লোহাগড়া পৌর প্রেস ক্লাবের কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়া পৌর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি(২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। বুধবার(২৫ জুন) সকালে সংগঠনের লক্ষীপাশাস্থ্য কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ ইকবাল হাসান কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন।
সর্বাধীক সদস্যদের সম্মতিক্রমে রাজিয়া সুলতানা কে সভাপতি( প্রতিদিনের সংবাদ,দৈনিক যশোর) , কাজী আল মামুন কে সাধারণ সম্পাদক (ডেইলী মুসলিম টাইমস) ও মোঃ সাইফুল ইসলাম সাহেব কে অর্থ সম্পাদক (দৈনিক নাগরিক ভাবনা) করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোঃ বুলবুল খান(দৈনিক বিজনেস বাংলাদেশ), সহসভাপতি শিকদার ওসমান গনি(বিজয় বাংলাদেশ) সহসভাপতি বি,এম কবির আহম্মেদ( নাগরিক ভাবনা) যুগ্মসাধারণ সম্পাদক হলেন শেখ রাবিবুল ইসলাম( নাগরিক ভাবনা) আব্দুল্লাহ আল মামুন(দৈনিক কল্যাণ)। নির্বাহী সদস্য হলেন শেখ বদরুল আলম(দৈনিক সমাজের কথা)।