খাগড়াছড়িতে তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি বন বিভাগ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় রেঞ্জ কর্মকর্তা ও রামগড় থানা পুলিশ সদস্যের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাজারের মুন্সী বাড়ীর সামনে থেকে ১টি তক্ষক উদ্ধার সহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রামগড় উপজেলার নাকাপা ৬নং ওয়ার্ডের মৃত কবির সিকদারের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০), রামগড় ২নং পাতাছড়ার মোঃ আহসান উল্লাহ’র ছেলে মোঃ আলী আজম প্রকাশ রাকিব মিঞা (৩০), আহম্মদা সোবাহানের ছেলে মোঃ নাজমুল আলম এবং কক্সবাজার চকরিয়ার উপজেলার রামপুর ৭নং ওয়ার্ডের মোঃ ইসহাক এর ছেলে মোঃ বেলাল উদ্দিন (৫৪)।
বৃহস্পতিবার (২৬ জুন) তক্ষক সহ ৪জন আসামীকে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত উদ্ধার কৃত তক্ষক টিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা তক্ষক উদ্ধারের বিষয় নিশ্চিত করেন এবং পাচারচক্রে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
পরে খাগড়াছড়ি বন বিভাগ প্রাকৃতিক পরিবেশে তক্ষকটিকে অবমুক্ত করে।
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি।
০১৮৩৬-৯২৯৯২৬