দাফনের চার মাস পর আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দাফনের চার মাস পর আদালতের নির্দেশে কবর থেকে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেনের উপস্থিতিতে জেলার ইসলামপুর উপজেলার আহাদ আলী শেখের পারিবারিক কবরস্থান থেকে এ মরদেহ উত্তোলন করা হয়।
উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাটমা গ্রামের আহাদ আলীর মাদরাসা পড়ুয়া কিশোর ছেলে মজনু মিয়া চলতি বছরের ৭ জুলাই নিখোঁজ হয়। ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে, মজনু টংগী এলাকায় ট্রেন থেকে পড়ে মারা গেছে। পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া শেষে মজনু মিয়ার মরদেহ নিয়ে জামালপুরের ইসলামপুরের কাটমা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করে।
এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে মরদেহ করব থেকে উত্তোলন করা হয়েছে। এখন ডিএনএ রিপোর্ট আসার পর আদালত নির্ধারণ করবেন মরদেহের আসল পরিচয়। এ ব্যাপারে মরদেহ উত্তোলনে উপস্থিত থাকা ম্যাজিষ্ট্রেট এমদাদুল হোসেন জানান, করর থেকে উত্তোলনকৃত শিশুটির ডিএনএ টেস্ট করার পর আদালত এ বিষয়ে রায় দেবেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































