# Tags

কিশোরগঞ্জের কটিয়াদিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি-কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম উপজেলার সীমান্তবর্তী হাওর অধ্যুষিত এলাকায় অবস্থিত করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

বুধবার ১৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছালে বিদ্যালয়ের ছাত্রদের একটি চৌকস দল প্রথমেই তাকে গার্ড অফ অনার প্রদান করে, গার্ড অফ অনার শেষে বিদ্যালয়ের ছাত্রীরা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরন করে নেয়।

দীর্ঘদিন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদ্যালয়ে আগমন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ খ ম সিদ্দিক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাই মিনুল ইসলাম আরিফ, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো: নাদিম মোল্লা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব। এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি ও একান্ত সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লা।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মোবাইল ফোনে সময় না দিয়ে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের যে সমস্ত সমস্যা আছে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রদের অংশগ্রহণে আন্ত: শ্রেণী ফুটবল প্রতিযোগিতা -২৫ এর ফাইনাল ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করে বিদ্যালয় ত্যাগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুস সাত্তার ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার।