# Tags

দিনাজপুরে পঞ্চগড়গামী ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার দিনাজপুরে সকাল ৬টা ১০ মিনিটে দিনাজপুর-কাঞ্চন সেকশনের অন্তর্গত কি.মি. নং-৪১১/৬-৮ এর কুমারপাড়া নামক স্থানে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৫৭ নং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, বাংলাদেশ রেলওয়ের সহকারী- দিনাজপুর স্টেশন মাস্টার, মো. আরিফ হোসেন, একটি লিখিত মেমোর মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এই প্রেক্ষিতে, দিনাজপুর রেলওয়ে থানা অপমৃত্যু মামলা নং- ১৯/২৫, তারিখ: ২২/০৯/২০২৫ রুজু করে এবং উপ-পরিদর্শক (নিরস্ত্র) দেলোয়ার হোসেন (বিপি-৮১০০০১৫৯৯২) কে মামলার তদন্তভার অর্পণ করা হয়।

উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নারী কনস্টেবলের সহায়তায় মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিক পর্যায়ে মৃতের পরিচয় অজ্ঞাত থাকলেও, পরবর্তীতে তার ভাই আব্দুর রশিদ বাবু (২৮) মৃতের পরিচয় শনাক্ত করেন। নিহত নারীর নাম ময়না বেগম (৩৫), স্বামী- মো. জাহিদুল, এবং তিনি দিনাজপুর এর পশ্চিম বালুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দা।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের উদ্দেশ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে থানা (জি আর পি) থানা পুলিশ পরিদর্শক (নি:) মো: আব্দুল মান্নান জানান, বর্তমানে অপমৃত্যু মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।