তালায় নবাগত ইউএনও দীপা রানী সরকারের সাথে সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শামীম খান, সাতক্ষীরা প্রতিনিধি-সাতক্ষীরার তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপা রানী সরকারের সাথে সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপা রানী সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলার নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জামায়াতে ইসলামীর তালা উপজেলার আমীর মাওলানা মফিদুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু। তালা প্রেসক্লাবের সভাপতি এস এম হাকিম, সাংবাদিক এম এ ফয়সাল, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার , তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক স. ম. ইসমাইল উল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের ও মামুন হাওলাদার প্রমূখ ।
সভায় নবাগত ইউএনও দীপা রানী সরকার তালাবাসীর সার্বিক উন্নয়নে প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “জনগণের কল্যাণে আমি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে চাই। এজন্য সমাজের সব শ্রেণির মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
সভা শেষে বিভিন্ন সুধীজন ইউএনওর কাছে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































