# Tags

দোহার-নবাবগঞ্জে জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শোভাযাত্রাটি নবাবগঞ্জের মরিচা এলাকা থেকে শুরু হয়। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তার দুই পাশে থাকা সাধারণ জনগণকে শুভেচ্ছা জানান।

শোভাযাত্রাটি দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। সরেজমিনে দেখা যায়, স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত হয়। সমর্থকদের হাতে দলীয় পতাকা, ব্যানার দেখা যায় এবং প্রতীকের পাশাপাশি প্রার্থীর পক্ষে নানা স্লোগানও শোনা যায়।

শোভাযাত্রা শেষে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, “জনগণই আমার শক্তি। তারা চাইলে পরিবর্তনের পথ তৈরি হবে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় গ্রহণ করতে চাই।” তিনি সমর্থকদের শৃঙ্খলা বজায় রেখে প্রচারণা চালানোর আহ্বান জানান। একই সাথে, এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিবর্তনের লক্ষ্য নিয়ে জামায়াতকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই শোভাযাত্রা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।