নাটোরে এবার সোনালী পাটের দুর্গা প্রতিমা
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর-নাটোরে গত বছর সোনালী রঙের ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হচ্ছে সোনালী পাটের দুর্গা প্রতিমা,দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে দেবী দুর্গাকে। ২০ কেজি সোনালী পাটের বুননে তৈরি এই দুর্গা প্রতিমা।
প্রতিমাটি তৈরি করেছেন লালবাজারের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি শিল্পী দল। গতবছর তৈরি করেছিলেন সোনালী ধানের দুর্গা প্রতিমা। সেই দুর্গা প্রতিমা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তারই আলোকে এবার তৈরি করা হলো পাটের তৈরি দুর্গা প্রতিমা।
রং তুলির আঁচরে সেজে উঠছেন দেবী ১০ বুজা একইভাবে তৈরি করা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী,কার্তিক গণেশ, অসুর এমনকি সিংহ। শাড়ি ও অলংকার সব কিছুতেই পাটের সোনালী সূক্ষ্ম আশ ব্যবহার করা হয়েছে। এজন্য প্রায় ২০ কেজি সোনালী আঁশ লেগেছে।
প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল জানান,বংশ পরস্পরায় তারা প্রতিমা তৈরীর কাজ করেন। প্রতিবছরই আয়োজকরা প্রতিমায় নতুনত্ব চান। তারা নতুন কিছু করার অনুরোধ করেন। গত বছর ধানের প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার তারই আলোকে সোনালী আঁশের বুননে তৈরি করা হলো পাটের দুর্গা প্রতিমা। কাজটা খুব সহজ নয় জেনেও তিনি কাজটি শুরু করেন।
এই প্রতিমা শিল্পী আরো বলেন,প্রায় দুই মাস আগে এই মন্ডপের দুর্গা প্রতিমা তৈরীর জন্য প্রথমে কাঠ বাঁশ পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির উপর সোনালী আঁশ দিয়ে বুনন তৈরি করা হয়। এরপর দেখে মনে হচ্ছে সোনালী আঁশে মোড়ানো হয়েছে। সোনালী পাটের বুননের কাজটা খুবই চ্যালেঞ্জের। এরপর রং তুলির আঁচড়ে চোখ মুখসহ প্রতিমার আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আশা করেন, এমন স্বল্পিক কারুকাজে মুগ্ধ হবেন ভক্ত ও দর্শনার্থীরা।
সোনালি আঁশের এই দুর্গা দেবী পূজিত হবে লাল বাজারের কদমতলা রবি সুতম সংঘের মন্ডপে। রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় জানান, ভক্তদের মনোযোগ আকর্ষণ করতে রবি সুতম সংঘ প্রতিবছরই ভিন্নরকম প্রতিমা তৈরি করার চেষ্টা করেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। গত বছর ধানের তৈরি প্রতিমা দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই বছরও আশা করছি সোনালী আঁশ দিয়ে তৈরি প্রতিমা দর্শন করে ভক্তরা খুশি হবেন।
তিনি আরো জানান, আমাদের প্রতিমা প্রতি বছর নিখুঁত যত্নের সাথে বিশ্বজিৎ পাল তৈরি করেন। পাট দিয়ে প্রতিমা তৈরীর ইউনিক আইডিয়াটা উনিই দিয়েছিলেন।গত বছর নাটোরে ৩৬৮ টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা হয়। অ্যাডভোকেট খগেন্দ্র রায় জানান ,এই বছর ১৪ টি পূজা বেশি উদযাপিত হচ্ছে। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্রনাথ রায় জানান, সেনাবাহিনী সার্বিকভাবে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকব। নাটোর একটি শান্তিপ্রিয় শহর। এখানে অপীতিকর কোন ঘটনা কখনো ঘটেনি। পূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও এখানে সবাই একসঙ্গে উৎসব উদযাপন করে। রবিবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































