ভালুকায় চার সাংবাদিকদের নামে গায়েবী মামলার প্রতিবাদে মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহের ভালুকায় বনবিভাগ কর্তৃক চার সাংবাদিকের নামে মিথ্যা ঘটনা সাজিয়ে গায়েবী মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমের পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা।
সূত্রে জানা যায়, উপজেলায় বনবিভাগের নানা ধরণের অনিয়ম ও দূর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয় দৈনিক নয়াদিগন্ত ও যুগান্তরসহ বিভিন্ন মিডিয়ায়। এরই জেরে দৈনিক নয়াদিগন্ত ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, যুগান্তর ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, মানবকন্ঠ ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ ও গেøাবাল টিভির ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের নামে মোট ছয়টি মিথ্যা মামলা দায়ের করেন স্থানীয় বনবিভাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান ও হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হাসেন খান সুফল প্রকল্পের বনায়নের নামে অর্থ লোপাট ও অনৈতিক সুবিধা নিয়ে বনভূমি দখল করে ঘর বাড়ি ও সিমানাপ্রাচীর নির্মাণ করতে সহযোগীতা করে ভূমিদস্যূদের। আর এসব বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে অসাধূ বনকর্মকর্তারা চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেন। অনতিবিলম্বে ওই সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অসাধূ বনকর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়াসহ দূর্নীতিদমন কমিশনের মাধ্যমে অসাধূূ কর্মকর্তাদের সম্পদের হিসেব নেয়ার জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকার আঞ্চলিক সদস্য সচিব কামরুল হাসান পাঠন কামাল, মোহনা টিভির প্রতিনিধি এসএম শাহজাহান সেলিম, কালেরকন্ঠ মোখলেছুৃর রহমান মনির, যুগান্তর জহিরুল ইসলাম জুয়েল, সময়ের আলো ফিরোজ খান, নয়াদিগন্ত আসাদুজ্জামান ফজলু, মানবকন্ঠ শফিকুল ইসলাম সবুজ , গেøাবাল টিভির শাহিদুজ্জামান সবুজ, এনটিভি আলমগীর হোসেন, সংবাদ আতারউর রহমান, মাই টিভি মর্জিনা আক্তার মনি,আর টিভি আল আমিন প্রমুখ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































