# Tags

ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ময়মনসিংহ প্রতিনিধি-ময়মনসিংহ কৃষিতে সফলতার ধারায় এগিয়ে চলেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ উইংয়ের মহাপরিচালক নাসির-উদ-দৌলা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তিনি ময়মনসিংহ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন প্রকল্প এলাকায় বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি পলিনেট হাউজে চারা উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করে বলেন,“পলিনেট হাউজে চারা উৎপাদন একটি অত্যন্ত লাভজনক পদ্ধতি। এখানে চারার গুণগত মান উন্নত থাকে। এ পদ্ধতি সারাদেশে ছড়িয়ে দেওয়া যেতে পারে।”

পরিদর্শনকালে তিনি উপজেলায় স্থাপিত মডেলগ্রাম প্রদর্শনীও ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথীসহ অন্যান্য কর্মকর্তা।