পঞ্চগড়ে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮ মামলা নিষ্পত্তি’মুক্তি পেয়েছেন তিন হাজারের বেশি আসামি
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে মাত্র নয় মাসে বিগত সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা হয়রানীমূলক ২৮টি মামলা রাজনৈতিক বিবেচনায় মিথ্যা মামলা হিসেবে নিষ্পত্তি করা হয়েছে।
এসব মামলায় অভিযুক্ত তিন হাজারেরও বেশি আসামীকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতি চত্বরের পিপির কার্যালয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) আদম সূফি সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগ এবং সরকারের আন্তরিকতায় রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব মামলা দ্রæত নিষ্পত্তি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলন আদম সূফি বলেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক এসব মামলা দায়ের করা হয়। মামলা দিয়ে হাজার হাজার মানুষকে বছরের পর বছর হয়রানি করা হয়েছে। যার মধ্যে অন্যতম মামলা হিসেবে ছিল, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে বিএনপি নেতা আরিফিনকে হত্যার পরও তৎকালীন সরকারের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা। সরকার পরিবর্তনের পর বিভিন্ন আদালতে এসব মামলা একে একে নিষ্পত্তি হয়। তবে অনেকেই এখনও জানেন না যে, তাদের নামে থাকা মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। আমরা চাই জনগণ যেন এসব বিষয় জানতে পারেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, আনোয়ারা বেগম, মেহেদী হাসান মিলনসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। #













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































