ভোলাহাট উপজেলা প্রশাসনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র বিজয়ী খেলোয়াড়দের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধূলার সামগ্রী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ৩টায় পাবলিক ক্লাব মাঠে বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের মাঝে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মুনসুর আলী, পাবলিক ক্লাবের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ঠিকাদার মোঃ বাবলু, মোঃ আব্দুর রাকিব মাষ্টার।
উল্লেখ্য গত ২৫ আগষ্ট ২০২৫ সোমবার বিকেল ৩টায় ভোলাহাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পাবলিক ফুটবল মাঠে লীগ পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলাগুলিতে অংশগ্রহণকারী বিজয়ী ও শ্রেষ্ট ফুটবল খেলোয়াড়দের নির্বাচিত করে ১৪ সেপ্টেম্বর ২০২৫ রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে উদ্বোধনী ফুটবল খেলায় অংশগ্রহণ করবে বলে উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়গণের মতামত জানতে চাইলে, বর্তমান ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান’র ভূয়োষী প্রশংসা করে ও তাদের বুট, জার্সি, প্যান্ট ও খেলাধুলার সামগ্রী পেয়ে তারা বলেন, এগুলি সহায়তা নয় বরং এক বিশাল অনুপ্রেরণা। আপনার ভালবাসা ও দিকনির্দেশনা আমাদের খেলার মাঠে সর্বোচ্চ দেয়ার শক্তি যোগাবে। ইনশা-আল্লাহ্ আমরা আপনাকে গর্বিত করার মতো খেলা উপহার দিবো বলে আশ্বাস প্রদান করেন খেলোয়াড়গণ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































