পঞ্চগড়ের বোদা পৌর বাজারে অগ্নি নির্বাপনে নির্মিত হচ্ছে আধুনিক আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের বোদা পৌরসভার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পৌর বাজারে প্রায়শই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। আগুনে নিঃস্ব হচ্ছেন ছোট-বড় অনেক ব্যবসায়ী। পাশেই ফায়ার স্টেশন থাকলেও অগ্নি নির্বাপনে পর্যাপ্ত পানি না থাকায় আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষতির সম্মুখিন হচ্ছেন তারা। সাম্প্রতিক অতিতে ব্যবসায়ীরা বারবার সর্বস্ব হারিয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছেন।
এই সমস্যা নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে পৌর বাজারের তোহা বাজার বা মুড়ি হাটিতে দুই লক্ষ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার নির্মাণের কাজ শেষ হয়েছে। একটি পাম্প হাউস নির্মাণের কাজ চলছে। এর কাজ শেষ হলে অগ্নি দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাবেন ব্যবসায়ীরা।
বোদা পৌরসভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে পৌর বাজারে অগ্নি নির্বাপনের জন্য এডিপির অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে আরসিসি কনস্ট্রাকশন, ওয়াটারপ্রæফিং সিস্টেমসহ দুই লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন আন্ডারগ্রাউন্ট ওয়াটার রিজার্ভার নির্মানের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া পাম্প হাউস ও হাট সেড সুবিধা সমন্বয়ের জন্য প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাম্প হাউসে থাকবে সাবমারসিবল পাম্প ও আউটলেট কানেকশন। ফায়ার সার্ভিসের স্ট্যান্ডার্ড হোস সংযোগ উপযোগি দুই পাশ থেকে ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে। এতে প্রয়োজনে যে কোন সাইড বন্ধ রাখা যাবে। এই প্রকল্পের কাজ দ্রæত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষ।
বোদা পৌর বাজারের হোটেল ব্যবসায়ী খয়রুল আলম বলেন, আমাদের বাজারটি আকারে অনেক ছোট হলেও এখানে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করেন। বিশেষ করে শুস্ক মৌসূমে আমরা সব সময় আতংকের মধ্যে থাকি। হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা পর্যাপ্ত পানি অভাবে অগ্নি নির্বাপন করতে পারে না। এতে করে আমাদের ক্ষয়ক্ষতি অনেক বেড়ে যায়। এই প্রকল্পের কাজ শেষ হলে পানির সমস্যা আর থাকবে না। অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এসে রিজার্ভারের পানি ব্যবহার করে দ্রæত আগুন নির্বাপন করতে পারবে।
এ ব্যাপারে কথা বললে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহরিয়ার নজির জানান, আমি বোদা পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে পৌরসভার উন্নয়নে অনেক প্রকল্পের কাজ শুরু করেছি। কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। এডিপি’র অর্থায়নে ১৮ লক্ষাধিক টাকা ব্যয়ে পৌর বাজারে অগ্নি নির্বাপনে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভা স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে রিজার্ভার নির্মানের কাজ শেষ হয়েছে। পাম্প হাউস ও হাট সেড নির্মানের কাজ চলমান রয়েছে। তিনি জানান, এডিপি ও পৌর রাজস্ব তহবিলের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পৌরসভার রাস্তা, ড্রেন ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় এক কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মান ও ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পৌরসভার অনুকুলে ৪৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে গৃহিত হয়েছে। যা টেন্ডার প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসীরা এর সুফল ভোগ করবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































