# Tags

খাগড়াছড়িতে সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে ৪ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি । বৈষম্যমূলক বরাদ্দ ও “আদিবাসী স্বীকৃতি দাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক ”জাতি বৈচিত্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)” প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে চার ৪ দফা দাবিতে রাজপথে আন্দোলনের যেতে বাধ্য হবেন বলে জানিয়েছে (পিসিসিপি)।

শনিবার (২৮ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’ ৪টি দাবি সহ এসব কথা তুলে ধরেন।

দাবিসমূহ :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট অধ্যাদেশ ২০২৫’ প্রণয়নের
সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। ৬ জন সদস্যের সবাইকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থেকে মনোনয়নের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী হওয়ায় তা বাতিল করতে হবে। উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ও সুপ্রদীপ চাকমার বিতর্কিত ভূমিকার জন্য তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে সাম্প্রদায়িক বৈষম্যের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিন্যাস নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’র মুজাহিদুল ইসলামের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সদর উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান।