# Tags

দিনাজপুরে স্থানীয় দৈনিক দিন বদলের সংবাদ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের স্থানীয় পত্রিকা দৈনিক দিন বদলের সংবাদ সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করেছে। শনিবার (২৮ জুন ২০২৪) বিকেল চারটায় দিনাজপুর বাহাদুর বাজারে অবস্থিত জাবেদ সুপার মার্কেট এর ৩য় তলায় আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকরাম হোসেন বাবলু। বক্তব্য রাখেন দৈনিক পত্রালাপ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ ইমদাদুল হক মিলন, দৈনিক উত্তরা পত্রিকার চিফ রিপোর্টার আব্দুস সালাম, দৈনিক কালবেলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আসাদুজ্জামান (আশাদ), এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি এস এ স্বপন।

দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মাহাবুবুল হক খান, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান, কিশোর বুক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মমতাজুর রহমান, আবু তাহের, রাজু বিশ্বাস, এবং লক্ষণ বিশ্বাস ও পত্রিকার সকল স্টাফগণ।

অনুষ্ঠান শেষে কেক কাটা এবং বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে পত্রিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে বর্ষপূর্তি অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

দিনাজপুরে স্থানীয় দৈনিক দিন বদলের সংবাদ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

দিনাজপুরে বন্ধুর হাতে বন্ধু খুন