# Tags

বেতাগীতে দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

বেতাগী( বরগুনা) প্রতিনিধি :বরগুনার বেতাগীতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সম্মান সংযুক্ত করে১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ ৬দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস রিপন। আরো বক্তব্য রাখেন মো. রেজাউল কবির চুন্ন ও সাজেদুল হাসান প্রমুখ।