সিলেটের গোলাপগঞ্জে খাল দখলমুক্ত করতে অবশেষে মাঠে প্রশাসন

ইমরান আহমদ, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র ঢাকাদক্ষিণ বাজারের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহাসিক কাকেশ্বরী খাল দখলমুক্ত করতে অবশেষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। বহু বছর ধরেই ব্যবসায়ী ও স্থানীয়রা খালটি দখলমুক্ত ও পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন। বর্ষা এলেই জলাবদ্ধতা দেখা দেয় বাজার ও আশপাশে—পানি ঢুকে পড়ে দোকান ও ঘরে, ব্যবসা ও বসতঘর দুটোই পড়ে যায় বিপদে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার খাল খনন ও দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে কয়েকদিন পরই থেমে যায় সেই কার্যক্রম।
স্থানীয়রা বলছেন, “আমরা আগেও আশাবাদী ছিলাম, কিন্তু কিছু অদৃশ্য চাপ এসে সব থামিয়ে দিয়েছিল। এবার যেন সেই অদৃশ্যতা আর বাধা হয়ে না দাঁড়ায়—সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
দুই মাস আগে উপজেলা প্রশাসন খালের দুই পাড়ের অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ পাঠায়। কেউ কেউ স্বেচ্ছায় সরিয়ে নিলেও, অনেকেই আবার উপরের মহলের দোহাই দিয়ে অবস্থান রক্ষা করতে চেয়েছেন।
তবে এবার প্রশাসন দৃঢ় অবস্থানে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয় ব্যবসায়ী রায়হান আহমদ বলেন,
“কাকেশ্বরী খাল শুধু পানি নিষ্কাশনের পথ নয়—এটি ঢাকাদক্ষিণ বাজারের শ্বাস-প্রশ্বাস। এবার যেন এটি পুরোপুরি উদ্ধার হয়।”
স্থানীয় এক বাসিন্দা সাব্বির আহমদ বলেন,
“এই খাল আগেও দেখেছি কাজ শুরু হয়, কয়েকদিন পরে গায়েব। এবার আমরা পাহারা দেব। উচ্ছেদ যেন টিকে থাকে, সেটাই চাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, “খাল উদ্ধারের কাজ চলমান থাকবে। জনগণের স্বার্থে যা করা দরকার, আমরা তা করব। অবৈধ যা কিছু, তা আইন অনুযায়ী উচ্ছেদ হবেই।
জনগণ ও আপনারা সাংবাদিকরা পাশে থাকলে কোনো প্রভাবশালী, রাজনৈতিক চাপ বা ভয় আমাদের থামাতে পারবে না।”