সরকার গঠন করলে উন্নয়নে চেহারা পাল্টে দিবো: নাইক্ষ্যংছড়িতে মন্ত্রী বীর বাহাদুর
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,‘আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আগামীতে আওয়ামীলীগ সরকার গঠন করলে নাইক্ষ্যংছড়ি উপজেলায় উন্নয়নে চেহারা পাল্টে দিবো বলে তিনি প্রতিশ্রুতিও দেন । তিনি আরোও বলেছেন,
পার্বত্য মানুষের কল্যাণে সরকার পার্বত্য তিন জেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।
দেশের সামাজিক ও নাগরিক সুযোগ-সুবিধা প্রদান ও সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।’ (বুধবার ১৫ নভেম্বর ) বিকাল ৩ টার সময়ে নাইক্ষ্যংছড়ি সদরের ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায়ধীন একটি নতুন ভবনের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়নকর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতেও বান্দরবানসহ তিন পার্বত্য জেলা দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।তাই বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র বিনির্মানে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,
বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মো; শাহ আলম,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,
থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মান্নান, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য মো: আবু তাহের কোংপানি,বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































