# Tags

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন হাওর টাইমস এর সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া।
এসময় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ বছরের বস্তু নিষ্ঠ সংবাদের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সৎ, নিষ্ঠা ও সাহসিকতার সহিত সংবাদ পরিবেশন করুন। আমি আপনাদের সাথে আছি। যদি আমিও কোন প্রকার দুর্নীতির সাথে জড়িত থাকি তাহলে আপনারা আমার বিরুদ্ধেও লিখুন, জেলা বিএনপিতে চাঁদাবাজি ও মাস্তানির কোন ছাড় নাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র নামে খ্যাত হাজী মো. ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মো. খাইরুল ইসলাম, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধ আবু জাফর মো. সালেহ বাবুল, হাওর টাইমস বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান, স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু , নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লল, ভৈরব প্রতিনিধ এম.আর রুবেল প্রমূখ।
এসময় জেলার অর্ধশত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সহ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য হাওর টাইমস এর বিশেষ প্রতিনিধি ফরিদ রায়হান ,স্টাফ রিপোর্টার মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমান বিপ্লল ও ভৈরব প্রতিনিধ এম.আর রুবেল’কে ক্রেস্ট দিয়ে সন্মানিত করা হয়।
পরে অতিথিবৃন্দসহ হাওর টাইমস পরিবারের পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করা হয়।